ডেপুটির বিরুদ্ধে ‘হত্যা ষড়যন্ত্রের’ অভিযোগ মুগাবের
জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে তার ডেপুটি জয়সি মুজুরু’র বিরুদ্ধে তাকে ‘হত্যার ষড়যন্ত্রের’ অভিযোগ এনেছেন। বৃহস্পতিবার ক্ষমতাসীন জানু-পিএফের কংগ্রেসে তিনি এই অভিযোগ করেন।
মুগাবে বলেন, মুজুরু তাকে ঘাতকের মাধ্যমে হত্যার ষড়যন্ত্র করছেন। তার স্ত্রী গ্রেস এই হত্যার ষড়যন্ত্র জানতে পেরেছেন। এজন্য তিনি স্ত্রী গ্রেসকে ধন্যবাদ জানান।
তবে বর্ষিয়ান এই নেতা তার ডেপুটির বিরুদ্ধে ওই অভিযোগ আনলেও তিনি পার্টির কংগ্রেসে উপস্থিত ছিলেন না। মুগাবে এই নিয়েও ক্ষোভ প্রকাশ করে বলেন, মুজুরু কোনো কিছুই পরোয়া করেন না।
মুগাবে তার বক্তব্যে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন।
তবে জানু পিএফ’র সাবেক মুখপাত্র রুগারে গাম্বো বিবিসিকে বলেন, ‘ ৯০ বছর বয়সী এই নেতা পার্টিকে সম্পূর্ণভাবেই তার ‘ ব্যক্তিগত সম্পত্তিতে’ পরিণত করেছেন।
তিনি আরো বলেন, স্ত্রী গ্রেসের ভাগ্য ফেরাতে মুগাবে মুজুরুর বিরুদ্ধে অমন অভিযোগ এনেছেন।
খবরে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজনীতিতে মুজুরু বেশ ভালো উত্থান ঘটেছে। আর এটাই ভীত করে তুলেছে রবার্ট মুগাবেকে।
মুজুরু আগেই অবশ্য ওই অভিযোগ অস্বীকার করেছেন।
১০ হাজারের বেশি ডেলিগেশন যোগ দেন কংগ্রেসে।
খবরে বলা হয়েছে, চলতি বছর গ্রেস জিম্বাবুয়ের রাজনীতি যোগ দেন। এরপর থেকেই তিনি তার স্বামীর প্রাণনাশের অভিযোগ তুলছেন মুজুরুর বিরুদ্ধে।
খবরে বলা হয়েছে, এবারের কংগ্রেসে ফার্স্ট লেডি গ্রেস জানু-পিএফের নারী শাখার প্রধান হিসেবে নির্বাচিত হতে পারেন।
১৯৮০ সালে জিম্বাবুয়ে স্বাধীন হওয়ার পর থেকেই দেশটি শাসন করে আসছেন রবার্ট মুগাবে। জানুপিএফের প্রধানও তিনি।
তিনি বলেন, ষড়যন্ত্র, চুরি কখনোই সফল হয় না। তার দুর্নীতি প্রকাশ হয়েছে পড়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য চালু নেই