ডলার রিজার্ভে বিশ্বে শীর্ষ অবস্থানে চীন
জানুয়ারিতে চীনের বৈদেশিক মুদ্রার মজুদ বেড়েছে ৯ হাজার ৯’শ ৫০ কোটি ডলার। এ নিয়ে দেশটিতে মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ২৩ ট্রিলিয়ন ডলার। বর্তমানে ডলার রিজার্ভের দিক দিয়ে বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে চীন।
তাই দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে গতিশীল করতে এবং ইউয়ানের মান বাড়াতে বিভিন্ন খাতে ডলার বিনিয়োগ শুরু করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।
এদিকে, ইউয়ানের দরপতন অব্যাহত থাকায় দেশটিতে বিনিয়োগ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এ কারণে ডলার বিক্রি করে ইউয়ান কেনার ওপরও জোর দিচ্ছে চীন সরকার।
সূত্র: সময় টিভি
মন্তব্য চালু নেই