ঠিকমত কাজ না করায় প্রকাশ্যে ব্যাংক কর্মীদের বেত মেরে শাস্তি
চীনের একটি ব্যাংকের কর্মচারীরা ঠিকমত কাজ না করায় তাদের প্রকাশ্যে পশ্চাৎদেশে বেত মারা হচ্ছে, এমন এক ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে।
ভিডিওটি প্রথম অনলাইনে পোষ্ট করে চীনের একটি পত্রিকা পিপলস ডেইলি।
এতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি আটজন লোককে জিজ্ঞেস করছে, কেন তারা প্রশিক্ষণে ভালো করতে পারেনি।
তাদের উত্তর শোনার পর এই লোকটিকে বলতে শোনা যায়, “তোমাদের এখন মারা হবে, তোমরা প্রস্তুত হও।”
উত্তর চীনের চাংজির এক গ্রামের একটি বাণিজ্যিক ব্যাংকে এই ঘটনা ঘটে।
এ নিয়ে তুমুল হৈ চৈ শুরু হওয়ার পর এই ব্যাংকটির দুজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
সাউথ চায়না মর্ণিং পোষ্ট পত্রিকা জানাচ্ছে, যে ব্যাংক কর্মকর্তা এই কাজ করেছিলেন, তিনি পরে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন।
কিন্তু অনলাইনে তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন অনেকে।
একজন মন্তব্য করেছেন, “আমি যখন প্রথম ভিডিওটি দেখি, ভেবেছিলাম এটি চমক সৃষ্টি করে প্রচার পাওয়ার চেষ্টা। আমি বিশ্বাস করতে পারছি না যে এটি সত্য ঘটনা।”
মন্তব্য চালু নেই