ট্রেনের সামনে থেকে বালককে প্রাণে বাঁচাল যুবক

নিজের জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইনে পড়ে যাওয়া বালককে প্রাণে বাঁচল যুবক। এই দৃশ্যের একটি ভিডিও প্রকাশ পেয়েছে ইউ–টিউবে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়ার পর থেকে গোটা রাশিয়া জুড়ে সাহসী যুবকের প্রশংসায় পঞ্চমুখ। ঘটনাটি ঘটেছে মধ্য রাশিয়ার শহর ইয়াকতারিনবার্গে।

এক মিনিটের কম সময়ের ভিডিওতে দেখা গেছে ,‌ প্ল্যাটফর্ম থেকে হঠাৎ ৮ বছরের একটি বালক পড়ে যায় রেল লাইনে। ঐ সময় অনেকে উপস্থিত ছিলেন প্ল্যাটফর্মে। কিন্তু কেউ এগিয়ে যাননি বালককে উদ্ধারের জন্য। হঠাৎ একজন সাহসী যুবক জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইনে নেমে বালকটিকে উদ্ধার করেন। উদ্ধারের কয়েক সেকেন্ডের মধ্যে ঐ লাইনে একটি ট্রেন চলে আসে।’‌

গোটা ভিডিও টি সম্পূর্ণ সাদা–কালো। বালকটির বাবা জানান,‘‌মায়ের সঙ্গে ফোনে কথা বলতে গিয়ে বেখেয়ালে ছেলে ট্রেন লাইনে পড়ে যায়। যে আমার ছেলেকে যে বাঁচাল, তাকে খুঁজে পেলে ধন্যবাদ জানাব।’‌ ইউ টিউবে আরও একজন লেখেন,‘‌এখনও ভালো মানুষ আছেন। যারা মানুষের বিপদে এগিয়ে আসেন।’‌‌‌



মন্তব্য চালু নেই