ট্রাস্ট আইন বাতিলসহ চাকরি জাতীয়করণের দাবি সিএইচসিপিদের
ট্রাস্ট আইন বাতিল ও চাকরি রাজস্ব করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন (বিসিএইচসিপিএ)।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচি পালনকালে সংগঠনটি এ দাবি জানান।
বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার কাজ সিএইচসিপিরাই করছে। মহিলা সিএইচসিপিরা সিএসবি প্রশিক্ষণ গ্রহণ করে প্রায় ২৫০ থেকে ২৭০টি কমিউনিটি ক্লিনিকে নরমাল ডেলিভারি সফলতার সঙ্গে চালু করেছেন। অথচ আমাদের চাকরির বয়স প্রায় চার বছর হলেও ইনক্রিমেন্টসহ সরকারি অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে।
সিএইচসিপিদের চাকরি জাতীয়করণই পারে কমিউনিটি ক্লিনিকের সফলতার চাকা ঘুরাতে বলেও মন্তব্য করেন তারা।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে এসময় বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে সিএইচসিপিদের চাকরি জাতীয়করণ এবং ট্রাস্ট আইন বাতিলের মাধ্যমে আমাদের হতাশা কাটিয়ে স্বাস্থ্যসেবার সুযোগ করে দিন।
সংগঠনের সভাপতি কামাল হোসেইন সরকারের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব আফাজ উদ্দিন লিটনসহ কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা কমিটির সিএইচসিপি নেতৃবৃন্দ।
মন্তব্য চালু নেই