ট্রাম্প সার্থক প্রেসিডেন্ট হবেন : হিলারি
নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটন। তিনি তার ভাষণে সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন।
একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, বিজয়ী ডোনাল্ড ট্রাম্প সব আমেরিকানের জন্য সার্থক প্রেসিডেন্ট হবেন।
স্থানীয় সময় বুধবার রাতে নিউ ইয়র্কে এসব কথা বলেন তিনি।
হিলারি বলেন, ‘গত রাতে আমি ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছি এবং আমি দেশের পক্ষে একসঙ্গে কাজ করার জন্য তাকে প্রস্তাব দিয়েছি। আমি আশা করি তিনি সব আমেরিকানের জন্য সার্থক প্রেসিডেন্ট হবেন।’
তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প আমাদের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। আমরা আশা করি তিনি উদার মনের মানুষ হবেন এবং তাকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়া হবে।’
মন্তব্য চালু নেই