ট্রাম্প সম্পর্কে এখনই মন্তব্য নয় : পোপ

ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস সদ্য শপথ নেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে বলেছেন, ট্রাম্প সম্পর্কে এখনই কোনো মন্তব্য না করে, সে কী করে আগে তা দেখা দরকার। রোববার স্প্যানিশ সংবাদমাধ্যম এল পেইসকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

শুক্রবার যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প। নতুন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে।

পোপ ফ্রান্সিস সাক্ষাৎকারে জানিয়েছেন, নতুন মার্কিন প্রেসিডেন্ট সুনির্দিষ্টভাবে কী ধরণের নীতি বাস্তবায়ন করবেন তা না দেখে তিনি কোনো মন্তব্য করতে রাজী নন।

তিনি বলেছেন, ‘আমি মনে করি , আমাদের অপেক্ষা করে দেখা উচিৎ। আমি সময়ের আগেই এ বিষয়ে অগ্রসর হওয়া কিংবা জনগণের রায়ের মূল্যায়ন করতে পছন্দ করি না।’

পোপ বলেন, ‘ আমরা দেখব সে (ট্রাম্প) কী পদক্ষেপ নেয় এবং এরপরই আমি আমার মন্তব্য প্রকাশ করব।’

পোপ ইউরোপীয় ও মার্কিনিদের বহুত্ববাদ সম্পর্কে এবং হিটলারের মতো নেতার উত্থান সম্ভাবনা সম্পর্কে সতর্ক করেন । তিনি বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবেলায় ১৯৩০ সালের দিকে তারা ত্রাতার ভূমিকায় হাজির হয়েছিল। সেই একই ভুল পুনরায় করা উচিৎ হবে না।



মন্তব্য চালু নেই