‘ট্রাম্প টাওয়ার’ হয়ে গেল ‘ডাম্প টাওয়ার’, কে করলো এতো বড় কাজ?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিডটাউন ম্যানহাট্টনের টাওয়ারের নাম ব্যঙ্গ করে কেউ একজন বদলে ‘ডাম্প টাওয়ার’ দিয়েছেন। আর গুগল ম্যাপসে এমন তথ্য দেখতে পেয়ে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে নানা পোস্ট দেন ব্যবহারকারিরা।

trump_tower

গুগল ম্যাপ

এ বিষয়ে প্রেসিডেন্টের দিক থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।এমনকি গুগলও এ নিয়ে কোন বিবৃতি দেয়নি এখন পর্যন্ত।নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে এই টাওয়ারটি ট্রানজিশন সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হচ্ছে। গুগল ম্যাপসে কোনো স্থানের নাম বদলে দেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০১৫ সালে স্পেনের বিভিন্ন শহরের নামও ব্যবহারকারীদের কেউ একজন বদলে দিয়েছিল।এছাড়াও চলতি বছর আগস্টে ফিলিস্তিনকে ম্যাপ থেকে মুছে দেওয়ার অভিযোগের মুখে পড়ে গুগল ম্যাপস।

গুগলের মতে, বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ এই ম্যাপ সেবা ব্যবহার করে ফলে এ ধরনের ব্যবস্থায় মাঝে মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়, তবে তারা ভুলগুলোকে গুরুত্বের সাথেই বিবেচনা করে।

সূত্র: দ্য টেলিগ্রাফ



মন্তব্য চালু নেই