ট্রাম্পের সন্তানরা পাচ্ছেন টপ সিক্রেট ক্লিয়ারেন্স
হোয়াইট হাউজ কর্তৃপক্ষের কাছে নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সন্তানদের টপ সিক্রেট ক্লিয়ারেন্স পাবার সম্ভাবনা খোঁজার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সোমবার নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে সিবিএস নিউজ জানায়, ট্রাম্প টিমের পক্ষ থেকে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়।
তবে ট্রাম্পের কোন সন্তানের জন্য টপ সিক্রেট ক্লিয়ারেন্স চাওয়া হয়েছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি সিবিএস নিউজ।
ধারণা করা হচ্ছে সদ্য সমাপ্ত নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত ট্রাম্পের মেয়ে ইভাংকা, ছেলে এরিক ও ডোনাল্ড জুনিয়র এবং জামাতা জেয়ার্ড ক্যুশনার জন্য নিরাপত্তা ছাড়পত্র চাওয়া হয়ে থাকতে পারে।
শুক্রবার ক্ষমতার পালাবদল সময়ের জন্য গড়া ট্রাম্প টিমেও গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে রয়েছেন তারা।
মন্তব্য চালু নেই