ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন জাপানের প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর এই প্রথম কোনো বিদেশি প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করলেন।
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এর আগে টেলিফোনে কথা বলেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বিবিসির খবরে বলা হয়েছে, নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে ট্রাম্প ও আবের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকের স্থায়িত্ব ছিল দেড় ঘণ্টার মতো। তবে বৈঠকের বিস্তারিত গণমাধ্যমকে জানানো হয়নি।
অবশ্য বৈঠকের আগে জাপানের প্রধানমন্ত্রী বলেছিলেন, তিনি দুই দেশের মধ্যে নতুন করে আস্থা তৈরি এবং যৌথভাবে কাজ করার বিষয়ে জোর দেবেন।
আর ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, জাপানে অবস্থিত মার্কিন সামরিক ঘাটির ব্যয় নির্বাহে জাপানের আরো অর্থ বরাদ্দ করা উচিত।
ডোনাল্ড ট্রাম্প যদি নির্বাচনে জেতেন, তবে জাপানের সঙ্গে দেশটির সম্পর্ক কেমন হবে- তা নিয়ে জাপানের উদ্বেগ ছিল।
বিশ্লেষকেরা আশা করছেন, দুই নেতার মধ্যে এখন একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ায়, সে উদ্বেগ দূর হবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র জাপানের সবচেয়ে বড় মিত্র। সে সময় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত জাপানের পুনর্গঠনে যুক্তরাষ্ট্র ব্যাপক সহযোগিতা করেছিল।
মন্তব্য চালু নেই