ট্রাম্পের প্রথম বিদেশ সফর হবে সৌদি আরবে

নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফরে সৌদি আরব যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইসরায়েল ও ভ্যাটিকান সিটি সফরে যাবেন তিনি।

হোয়াইট হাউসের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানায়, চলতি মাসের শেষে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) বৈঠক অনুষ্ঠিত হবে। এর একদিন পরেই রয়েছে বিশ্বের শীর্ষ শক্তিশালী দেশগুলোর অর্থনৈতিক জোট জি-সেভেনের সম্মেলন। এ দুটি সম্মেলনে যোগ দেওয়ার আগেই সৌদি আরব, ইসরায়েল ও ভ্যাটিকান সিটি সফরে যাবেন ট্রাম্প।

হোয়াইট হাউসের ওই উচ্চপদস্থ কর্মকর্তা জানান, ট্রাম্পের সৌদি সফরের মূল আলোচ্যসূচি হবে ‘সহনশীলতা’ ও ‘বোঝা ভাগ করা’। এ ছাড়া ইরান ও ইসলামিক স্টেটকে (আইএস) প্রতিহত করার বিষয়েও এ সফরে আলোচনা হবে।

গত জানুয়ারিতে ক্ষমতায় বসার পর ট্রাম্পের মুখপাত্র জানিয়েছিলেন, অচিরেই সৌদি আরব ও ইসরায়েল সফর করবেন প্রেসিডেন্ট। তবে প্রথম বিদেশ সফর যে সৌদিকে দিয়েই শুরু হবে, তা তখন জানানো হয়নি।



মন্তব্য চালু নেই