ট্রাম্পের নিষেধাজ্ঞার পর এক লাখেরও বেশি ভিসা বাতিল

সিরিয়াসহ সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ট্রাম্পের সাময়িক নিষেধাজ্ঞার নির্বাহী আদেশের পর ১ লাখেরও বেশি ভিসা বাতিল হয়েছে।

ওয়াশিংটনের ডালস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ইয়েমেনি সহোদরকে ফিরিয়ে দেয়ার ঘটনায় এক মামলার শুনানিতে মিশরের আলেকজান্দ্রিয়া আদালতের অ্যাটর্নি এ তথ্য জানান। খবর এনডিটিভি।

তবে ডালস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ঠিক কতজনকে ফিরিয়ে দেয়া হয়েছে তা জানানো হয়নি।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি নির্বাহী আদেশ জারি করে সাতটি মুসলিম দেশ থেকে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১২০ দিনের নিষেধাজ্ঞা জারি করার পর থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দর থেকে অনেক ব্যক্তিকে ফিরিয়ে দেয়া হয় এবং অনেককে আটক করে জেলেও দেয়া হয়।

এদিকে মুসলিমপ্রধান দেশের অভিবাসীদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে ট্রাম্প নির্বাহী আদেশ জারি করার পর থেকেই আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। বিশেষত নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, বোস্টন, টেক্সাসের মতো শহরগুলোর পাশাপাশি দেশটির প্রধান প্রধান বিমানবন্দরগুলোর বাইরে ওই নির্বাহী আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ চলমান।



মন্তব্য চালু নেই