ট্রাম্পের নতুন নীতিতে বিপাকে প্রবাসী ভারতীয়রাও

সাত মুসলিম প্রধান দেশের নাগরিকদের পর এবার নন-ইমিগ্র্যান্ট ‘এইচ-ওয়ান বি’ ভিসা নিয়ন্ত্রণেও কঠোর হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুব শিগগির এ সংক্রান্ত নির্দেশিকায় সই করতে চলেছেন তিনি। ট্রাম্পের এ সিদ্ধান্তের ফলে বিপাকে পড়বে ভারতের ইনফোসিস, উইপ্রো, টিসিএসের মতো আইটি সংস্থাগুলি। খবর সংবাদ প্রতিদিনের।

ট্রাম্পের নতুন সিদ্ধান্তের কারণে, আমেরিকার থাকা ভারতীয় পড়ুয়াদের ভবিষ্যতও এখন অনিশ্চয়তার মুখে। আইটি থেকে বিজ্ঞান বা উচ্চতর গবেষণার কাজে যারা আমেরিকা যেতে চান, সাধারণভাবে তাদের জন্য এই নন-ইমিগ্র্যান্ট ভিসা মঞ্জুর করা হয়। কিন্তু অভিযোগ উঠেছে, কার্যত তা আউটসোর্সিংয়ের পর্যায়ে পৌঁছেছে। অর্থাৎ এই ভিসা দিয়ে কম বেতনে অন্য দেশ থেকে কর্মী এনে কাজ করিয়ে নিচ্ছে সংস্থাগুলি। এই আউটসোর্সিং বন্ধের ব্যাপারে বরাবরই কড়া ছিলেন ট্রাম্প। আর তাই এবার তা নিয়ন্ত্রণে কঠোর হচ্ছেন।

ওবামা প্রশাসন যে এমপ্লয়মেন্ট অথোরাইজেশন কার্ড চালু করেছিল, তাও বন্ধ করতে চলেছন ট্রাম্প। সম্প্রতি এই নির্দেশিকার খসড়া প্রকাশ হয়েছে। আর তারপর থেকেই ট্রাম্পের কঠোর ভিসা নীতির ইঙ্গিত মিলছে।



মন্তব্য চালু নেই