আজ ঘুরে যেতে পারে ট্রাম্প বা হিলারির ভাগ্য
গত ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল আজ সোমবার ঘোষণা করবে ইলেক্টোরাল কলেজ।
নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন জনগণের ভোটে এগিয়ে ছিলেন। কিন্তু ইলেক্টোরাল ভোটে এগিয়ে থাকায় প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নাম ঘোষণা করা হয়েছিল।
ইলেক্টোরাল কলেজের ভোটের প্রতিনিধিরা আজ নির্বাচনের ফল পাল্টে দিতে পারেন। পপুলার ভোটের ওপর নির্ভর করে তারা হিলারি ক্লিনটনকেই বেছে নেবেন নাকি ডোনাল্ড ট্রাম্পকেই যথারীতি প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করবেন সেটাই নিশ্চিত হওয়া যাবে আজ। শেষ হাসি কে হাসবেন সেটাই এখন দেখার অপেক্ষা।
ইলেক্টোররা স্ব স্ব রাজ্যে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে ভোট দেবেন। আজ মোট ৫৩৮ জন ইলেক্টোর ভোট দেবেন। প্রতিটি রাজ্যে ইলেক্টোররা তাদের প্রেসিডেন্টকে বেছে নেবেন।
ট্রাম্প বা হিলারির মধ্যে যেই ইলেক্টোরদের ভোটে এগিয়ে থাকবেন তাকেই চূড়ান্তভাবে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হবে। উল্লেখ্য, নভেম্বরের নির্বাচনে ৫৩৮ ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে ২৭৯টি ভোট পেয়েছিলেন ট্রাম্প। অপরদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডেমোক্রেট দলীয় প্রার্থী হিলারি ক্লিনটন পেয়েছিলেন ২১৮টি।
মন্তব্য চালু নেই