ট্রাম্পকে ভোট দেয়ায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা
স্কুলের প্রতীকী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেয়ায় ছেলেকে তাজ্যপুত্র ঘোষণা করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন এক মা। ছেলেটি রাস্তায় রাস্তায় ঘুরছে। এ সংক্রান্ত এক ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। খবর নিউইয়র্ক টাইমসের।
ভিডিওতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অজ্ঞাত মহিলা ফ্রেসনো তার ছেলেকে বলছেন, ‘তোমার সুটকেস নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাও।
গেট আউট। কোনো ট্রাম্প সমর্থককে এ বাড়িতে দেখতে চাই না।’ ছেলেটি তারপর রাস্তায় রাস্তায় ঘুরছে এবং গলায় একটি সাইনবোর্ড ঝুলিয়ে রেখেছে। তাতে লেখা, ‘ট্রাম্পকে ভোট দিয়েছি, তাই মা তাড়িয়ে দিয়েছে।’
ভিডিওটি টেক্সাসের প্রশাসনিক বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছে। তবে ওই মায়ের বিরুদ্ধে শিশু নিপীড়নের কোনো অভিযোগ গঠন করা হয়নি। তদন্ত কর্মকর্তা জো লরা বলেছেন, ‘আমি ওই বাড়ি পরিদর্শন করে এসেছি।
এটা বাস্তবে কিছু নয়। তারা মজা করে ভিডিওটি বানিয়েছে। ছেলেটি ভালো আছে।’ ওই পরিবারের একজন প্রতিবেশী বলেন, ‘এটি খুব পাগলামি। মানুষের বোঝা উচিত, কোন জিনিস তারা সামাজিক মাধ্যমে পোস্ট করবে।
মন্তব্য চালু নেই