ট্রাম্পকে প্রতিবাদ জানাতে ভোটকেন্দ্রে অর্ধনগ্ন তরুণী

যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট নির্বাচন দেশটির ইতিহাসে সবচেয়ে উত্তেজনাপূর্ণ নির্বাচনের তালিকায় থাকবে। আর উত্তেজনার নেপথ্য নায়ক ছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

দলের প্রার্থী হওয়া থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত গোটা সময় ছিলেন আলোচিত। আলোচিত ছিলেন নারীদের সম্পর্কে কটূক্তি করেও।

নিজের এমন অবস্থানের কারণে ভোটের দিনও বিপাকে পড়তে যাচ্ছিলেন এই রিপাবলিকান প্রার্থী। অবশ্য ঘটনার সময় উপস্থিত না থাকায় বিব্রতকর অবস্থা থেকে বেঁচে গিয়েছিলেন তিনি।

নিউইয়র্কে যে ভোটকেন্দ্রে ট্রাম্পের ভোট দেয়ার কথা, সেখানে হাজির দুই তরুণী। একপর্যায়ে ভোটকেন্দ্রে অর্ধনগ্ন (টপলেস) হয়ে ট্রাম্পের বিরুদ্ধে বক্তব্য দিতে থাকেন তারা। অবশ্য তাৎক্ষণিক তাদের গ্রেফতার করা হয়।

পিপলস ম্যাগাজিনের স্টাইল ডিরেক্টর ক্লট কান্টার ওই ঘটনার একটি ভিডিও লিংক তার টুইটে শেয়ার করেন। খবর সিএনএন’র।



মন্তব্য চালু নেই