ট্রাম্পকে আতঙ্কজনক বললেন হিলারি
ট্রাম্পকে আতঙ্কজনক বলে উল্লেখ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে থাকা ডেমোক্রেটিক দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন। বৃহস্পতিবার রিপাবলিকান দলে নিজের প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে ইমেইলের এক বার্তায় হিলারি বলেন, ‘আমি মনে করি ট্রাম্প খুবই আতঙ্কজনক। তার বিদ্বেষমূলক মন্তব্যর জন্য আমি তাকে ঘৃণা করি।’
নিজের সমর্থকদের উদ্দেশ্যে এক ইমেইলে হিলারি বলেন, ‘তিনি নারীদের যেভাবে অসম্মান করেন, বর্ণবিদ্বেষী কথাবার্তা বলেন এগুলো আমি খুবই অপছন্দ করি। বিভিন্ন জটিল বিষয়গুলো নিয়ে তার বুঝতে পারার অক্ষমতাকে আমি ঘৃণা করি। আমেরিকানদের ওপর এগুলোর বেশ প্রভাব পড়ছে।’
প্রাথমিক নির্বাচনে মনোনয়নের দৌড়ে নিজ নিজ দল থেকে এগিয়ে আছেন ট্রাম্প এবং হিলারি। আসন্ন নির্বাচনে এ দু’জন প্রার্থীর মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। এর আগেও বিদ্বেষমূলক কর্মকাণ্ড এবং মন্তব্যর জন্য ট্রাম্পকে আক্রমণ করেছেন হিলারি। ট্রাম্পও বহুবার হিলারিকে নিয়ে কড়া সমালোচনা করেছেন।
মন্তব্য চালু নেই