ট্রাক চাপায় দু’পা হারিয়ে অসহায় অবস্থায় সেই কনস্টেবল
কনস্টেবল কোবাদ আলী ভুইয়া। বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানি থানার গোপিনাথপুর গ্রামে। কর্মস্থল মুন্সীগঞ্জ সদর ট্রাফিক বিভাগ। গত ১২ এপ্রিল সকালে মুক্তারপুর ব্রিজের ঢালে দায়িত্বরত অবস্থায় ট্রাক চাপায় দু’পা হারান। ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে।
গত বৃহস্পতিবার পর্যন্ত পুলিশের উর্ধ্বতন কেউ দেখতে আসেননি। পুলিশের কল্যাণ ফান্ড থাকলেও কোনো সহযোগিতা পাননি। অনেকটা অযত্নে-অবহেলায় হাসপাতালে পড়ে আছেন। কত অসহায় কোবাদ!
আলী আজমের ফেসবুক থেকে…
মন্তব্য চালু নেই