টোকিওতে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, নিহত ৩

জাপানের রাজধানী টোকিওর এক আবাসিক এলাকায় রোববার সকালে পাঁচ আসনের একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে।এ দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় গণমাধ্যম এনএইচকের বরাত দিয়ে সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, রোববার স্থানীয় সময় সকাল ৮টার দিকে টোকিওর চোফু বিমানবন্দর থেকে যাত্রা করে পাঁচ আসনের ওই বিমানটি। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরেই এটি একটি বাড়ির ওপর বিধ্বস্ত হয়। এতে বিমানের দুই আরোহী এবং ওই বাড়ির এক নারী বাসিন্দা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।

এছাড়া এই দুর্ঘটনায় তিনটি বাড়ি এবং দুটি যানবাহনেও আগুন ধরে যায় বলে বিবিসি জানিয়েছে।



মন্তব্য চালু নেই