টেক্সাসে বিমান বিধ্বস্ত, একই পরিবারের ৪ জন নিহত
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি ছোট্ট বিমান বিধ্বস্ত হয়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এর মধ্যে দুইজন শিশু। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানায়, সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট পাইপার পিএ-২৪ মডেলের ওই বিমানটি চারজন যাত্রী নিয়ে স্যান অ্যান্টিনিওর কাছের ঘন জঙ্গলে বিধ্বস্ত হয়। দ্য ফেডারেল অ্যাভিয়েশন এডমিনিস্ট্রেশনের এক মুখপাত্র বিষয়টি স্বীকার করেছেন।
প্রথম উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দেখে বিমানটি আগুনে পুড়ে গেছে। পরে জানা যায়, নিহতরা একই পরিবারের সদস্য।
টেক্সাস ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটি অ্যান্ড এফএএ জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। সূত্র: সিনহুয়া।
মন্তব্য চালু নেই