টুইন টাওয়ারে হামলার সময় যেমন ছিলো জর্জ বুশ ও হোয়াইট হাউসের অবস্থা (ছবি সহ)

সারাবিশ্বকে টালমাটাল করে দেয়া ঘটনা ছিলো ৯/১১। ২০০১ সালের ৯ সেপ্টেম্বর টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর পাল্টে যায় পুরো বিশ্বের রাজনৈতিক পটভূমি। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংসের প্রভাব পড়ে অর্থনীতিতেও।
সেই ঐতিহাসিক মুহূর্তে কেমন ছিলো হোয়াইট হাউসের অবস্থা। প্রেসিডেন্ট জর্জ বুশ কি ভাবছিলেন? সম্প্রতি হোয়াইট হাউসে সে সময়ের কিছু দুর্লভ ছবি প্রকাশিত হয়েছে গণমাধ্যমে।
সেসময় নিজের অফিসে বসে নির্লিপ্তভাবে টিভি রিপোর্ট দেখছিলেন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি
হোয়াইট হাউসের সেফটি বাঙ্কারে যাওয়ার পর চেনি। ঘটনার আকস্মিকতা তখনো কাটিয়ে উঠতে পারেননি তিনি।
ব্যতিব্যস্ত চেনি তখন ফোনে কথা বলছিলেন
সদলবলে পরিকল্পনায় ব্যস্ত প্রেসিডেন্ট জর্জ বুশ
চিন্তিত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস
চেনি, তার স্ত্রী এবং ফার্স্ট লেডি লরা বুশ সবাই তখন বাঙ্কারে
এফবিআই প্রেসিডেন্ট মুলার তখন জাতির উদ্দেশ্যে দেয়া বুশের ভাষণ শুনছেন
সস্ত্রীক ঘটনাস্থলে যাচ্ছিলেন ভাইস প্রেসিডেন্ট চেনি
আর এই ছবিটি তো বিশ্বজুড়ে আগেই আলোচিত যখন বুশকে টুইন টাওয়ারে হামলার কথা বলা হচ্ছিলো। সেসময় একটি স্কুলে ছিলেন প্রেসিডেন্ট বুশ
মন্তব্য চালু নেই