টাইফুন নাংকায় বিপর্যস্ত জাপান
জাপানের পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে টাইফুন নাংকা। এরই মধ্যে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভারি বৃষ্টিপাত হচ্ছে, সেই সঙ্গে বইছে ঝড়ো হাওয়া।
টাইফুনে ক্ষয়ক্ষতি এড়াতে প্রায় ৩ লাখ ৫০ লাখ লোককে নিরাপদে সরে যেতে নির্দেশ দিয়েছে জাপানের কর্তৃপক্ষ।
বিবিসি অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার শেষ রাতে জাপানের শিকোকু দ্বীপে প্রথম আঘাত করে নাংকা। এরপর তা মূল ভ‚ভাগের দিকে এগিয়ে যায়। ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে নাংকা। বৃহস্পতিবার রাত থেকে মূষলধারে বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চচল। পরিস্থিতি আরো খারাপ হতে পারে।
সংবাদমাধ্যম কিয়োডো জানিয়েছে, টাইফুন নাংকার প্রভাবে দুজনের মৃত্যু হয়েছে। সম্প্রচারমাধ্যম এইচএনকে জানিয়েছে, নাংকায় আহত হয়েছে ৩১ জন।
জাপানের আবহাওয়া অফিস জানিয়েছে, নাংকা আরো দু-এক দিন স্থায়ী হতে পারে। এর প্রভাবে ঝড় ও বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
মন্তব্য চালু নেই