ঝিনাইগাতীতে মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী (শেরপুর) থেকে: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০ফেব্রুয়ারী বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান জমশেদ আলী, ওসি মিজানুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন খাঁন, উত্তরণ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক হারুন-অর রশিদ, আ’লীগ নেতা হারুন-উর রশিদ, ছাত্রলীগ নেতা শাহরীয়ার আহম্মে খান শাওন প্রমূখ।

এ সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন। দিনটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়।



মন্তব্য চালু নেই