ঝিনাইগাতীতে চোরের উপদ্রপ বৃদ্ধি : ব্যবসায়ীদের প্রতিবাদ
মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী: শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলা সদর বাজারে হঠাৎ করে চোরের উপদ্রপ বৃদ্ধি পেয়েছে । রাত্রিকালীন স্থানীয় বণিক সমিতির নিয়োগকৃত পাহারাদার ও পুলিশের টহল থাকলেও তাদের চোখকে ফাকি দিয়ে প্রায়শই কোন না কোন দোকানে চোরেরা চুরি করছে।
কোন ভাবেই বন্ধ হচ্ছেনা ব্যবসা প্রতিষ্ঠানের চুরি। যে কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ৩০জুলাই শনিবার দুপুরে স্থানীয় ব্যবসায়ী নেতা লুৎফর রহমানের নেতৃত্বে ব্যবসায়ীরা দোকান পাঠ বন্ধ রেখে ব্যবসায়ীরা বাজারের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে।
পরে ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন ব্যবসায়ীদের শান্ত থাকার অনুরোধ জানান এবং স্থানীয় পুলিশ প্রশাসন ও ব্যবসায়ীদের সহযোগীতা নিয়ে সুষ্ঠ ভাবে চোরের উপদ্রপ বন্ধের আশ্বাস দিলে ব্যবসায়ীরা তাদের আন্দোলন থেকে ফিরে আসেন।
মন্তব্য চালু নেই