ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস পালিত

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতীতে কারিতাস আলোঘর (বিইডিসি) প্রকল্পের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়। দিবসটি পালন উপলক্ষ্যে মরিয়মনগর শিশু শিক্ষা কেন্দ্র থেকে একটি বিশাল র‌্যালী বের হয়ে গ্রামের চারপাশ পদক্ষিন করে শিশু শিক্ষা কেন্দ্রে এসে র‌্যালীটি শেষ হয়।

“সাক্ষরতা আর দক্ষতা, টেকসই সমাজের মূল কথা” প্রতিপাদ্যকে সামনে রেখে শিশু শিক্ষা কেন্দ্রে আরৈাচনা সভা, সাংস্কৃতিক আনুষ্ঠান ও বাল্য বিয়ের উপর একটি নাটক অনুষ্ঠিত হয়।

মরিয়মনগর শিশু শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক লবদিনী চিসিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মিঃ অর্নাসন চাম্বুগং, মরিয়মনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, আলোঘর প্রকল্পের টেকনিক্যাল অফিসার মিঃ প্রনয় কুমার , এরিয়া কো-অর্ডিনেটর মিঃ সত্যজিত মৃ, মরিয়মনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা নুরুজ্জামান, সিস্টার মেরী ক্লারা ও এলআরডিএস সুলভ দফো।

সাক্ষরতা দিবস উপলক্ষে ছাত্র, শিক্ষক, অভিভাবক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ বিপুল সংখ্যক ব্যক্তি উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই