ঝিনাইগাতীতে অর্পিত সম্পত্তি আইন বাস্তবায়নের দাবীতে মানব-বন্ধন
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদের সন্মুখে ১৫অক্টোবর বৃহস্পতিবার অর্পিত সম্পত্তি প্রত্যবর্তন অধ্যাদেশ আইন বাস্তবায়নের দাবীতে আদিবাসী সম্প্রদায় মানব-বন্ধন করেছে। উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন, উপজেলা বাগাসাস ও মধুপুরগড় ক্যাম্পেইন গ্রুপ এর যৌথ উদ্যোগে এ মানব-বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ ভবণের সামনে অনুষ্ঠিত এ মানব-বন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মিঃ নবেস খকসী, আদিবাসী নেত্রী রবেতা অধ্যাপক অঞ্জন, বাগাসাসের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জাগিরণ চিরান, উপজেলা বাগাসাসের সভাপতি রনু নখরেক প্রমূখ।
বক্তারা অবিলম্বে আদিবাসীদের অর্পিত সম্পত্তি অধ্যাদেশ আইন বাস্তবায়ন এবং ‘খ’ তফছিলের ভূমি অবমুক্তি করণসহ দ্রুত নামজারি করার দাবী জানান। মানব-বন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মন্তব্য চালু নেই