ঝাড়খণ্ডে বাস দুর্ঘটনায় নিহত ১০

ভারতের ঝাড়খণ্ড প্রদেশে রোববার মধ্যরাতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গর্তে পড়ে গেলে কমপক্ষে ১০ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০ জন। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রদেশের গারহাওয়া জেলায় রোববার স্থানীয় সময় রাত ৩টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভি জানিয়েছে।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে প্রাথমিক খবরে বলা হয়েছে, বাসটিতে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ছিল। এ কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাসটি নিয়ে রাস্তার পাশের গর্তে পড়ে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। বাসটিতে ঠিক কত জন যাত্রী ছিল রিপোর্টে তা উল্লেখ করা হয়নি। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। আহতদের গারহাওয়া জেলার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
ব্যক্তিমালিকানাধীন ওই বাসটি ছত্রিশগড়েরর রায়পুর থেকে পাটনা যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হয়।
































মন্তব্য চালু নেই