জ্যামাইকার লেখকের ঘরে “ম্যান বুকার”

এ বছর ম্যান বুকার পুরস্কার জিতেছেন জ্যামাইকান লেখক মারলন জেমস। ‘এ ব্রিফ হিস্ট্রি অব সেভেন কিলিং’উপন্যাসের জন্য তিনি এই পুরস্কার অর্জন করেন।

বিচারকদের প্রধান মাইকেল উড বলেন, বিখ্যাত জ্যামাইকান গায়ক বব মার্লের হত্যা চেষ্টা নিয়ে লেখা উপন্যাসটি ২০১৫ সালের ম্যান বুকার পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকায় থাকা ‘সবচেয়ে উত্তেজনাপূর্ণ’ বই। সেই সঙ্গে ৬৮০ পৃষ্টার উপন্যাসটি ছিল ‘চমকে ঠাসা’।

লন্ডনের গিল্ডহলে স্থানীয় সময় মঙ্গলবার রাতে তার হাতে ৫০ হাজার মার্কিন ডলার পুরস্কার তুলে দেওয়া হয়।

মারলনই প্রথম জ্যামাইকান লেখক যিনি ম্যান বুকার পুরস্কার পেলেন। পুরস্কার নেওয়ার সময় মারলন জানান, তার উপন্যাসে রেগি গান গুরুত্ব পেয়েছে। এটা মারলনের তৃতীয় উপন্যাস।

ডাচেস অব কর্নওয়েল ৪৪ বছর বয়সী লেখকের হাতে এই পুরস্কার তুলে দেন। পুরস্কারটি বাবাকে উৎসর্গ করেন মারলন।



মন্তব্য চালু নেই