জেল ভেঙে ১৭০ বন্দির পলায়ন

প্রায় ১৭০ জনেরও বেশি বন্দি হাইতির একটি জেলখানা ভেঙে পালিয়ে গেছে। দেশটির রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে ৪৫ কিলোমিটার দূরে উত্তরে আরকাহায়ের জেলখানায় এ ঘটনা ঘটে।

বিবিসির খবরে বলা হয়, পালিয়ে যাওয়ার সময় বন্দিরা ৫টি রাইফেলও চুরি করে নিয়ে গেছে। ঘটনায় একজন কারারক্ষী ও এক বন্দি নিহত হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষীদের সহায়তায় কর্তৃপক্ষ দেশব্যাপী অভিযান পরিচালনা করছে।

হাইতির সরকার টুইটারে দেওয়া এক টুইটে একে কারাবিদ্রোহ হিসেবে উল্লেখ করে ঘটনার নিন্দা জানিয়েছে।

বিচারমন্ত্রী ক‌্যামিল এদুয়ার্দ জুনিয়র কারারক্ষীর মৃত্যুর বিষয়টি বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করে জানান, ‘একজন কারারক্ষী এই ঘটনার সময় নিহত হন। তিনজন বন্দি আহত হয়েছে। এদের মধ্যে একজন পরবর্তীতে মারা যায়।’

পালিয়ে যাওয়াদের মধ‌্যে ১১ জনকে আবার আটক করা হয়েছে। কারাগারটির কাছে রাস্তায় তল্লাশি চৌকি স্থাপন করা হয়েছে। তবে আরকাহায়ের কারাগারের বন্দিরা কোনো ইউনিফর্ম পরে না। ফলে সাধারণ মানুষের মাঝে তাদের মিশে যাওয়া সহজ।

উল্লেখ্য, হাইতির কারাগারগুলো বেশ জনাকীর্ণ। বিচারের আগেই বছরের পর বছর কারাগারে আটক থাকতে হয় বন্দিদের।



মন্তব্য চালু নেই