জেলেই মারা গেলেন সাদ্দামের ডেপুটি প্রধানমন্ত্রী
ইরাকের প্রাক্তন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন সরকারের ডেপুটি প্রধানমন্ত্রী তারিক আজিজ শুক্রবার কারাগারে মারা গেছেন। ইরাকি কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার আলজাজিরা ও বিবিসির অনলাইনে এ তথ্য জানানো হয়েছে।
মানবাধিকার লঙ্ঘনের দায়ে ২০১০ সালে ইরাকের উচ্চ ট্রাইব্যুনাল থেকে মৃত্যু দণ্ডপ্রাপ্ত ৭৯ বছরের তারিক আজিজ বৃহস্পতিবার কারাগারে হৃদরোগে আক্রান্তের পর হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার তার মৃত্যু হয়।
তারেক আজিজ সাদ্দাম হোসেনের সময়ে ১৯৮৩-৯১ সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেন। এছাড়া ১৯৭৯ থেকে ২০০৩ সালের মধ্যে বিভিন্ন সময়ে ডেপুটি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
১৯৩৬ সালে মিখাইল ইয়াহানায় জন্ম নেওয়া খ্রিষ্টান নাগরিক হিসেবে তারিক সাদ্দাম হোসেন সরকারের শীর্ষ কূটনীতিক ছিলেন। সাদ্দাম হোসেনের দল বার্থ পার্টির অন্যতম নেতাও ছিলেন তিনি। ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পর আত্মসর্মপণ করেন তারিক।
মন্তব্য চালু নেই