জেলা অনুর্ধ্ব ১৮ ক্রিকেট দলকে হারিয়ে কলারোয়া ক্রিকেট একাডেমীর জয়

সাতক্ষীরার কলারোয়ায় ফুটবল মাঠে কলারোয়া ক্রিকেট একাডেমী ও সাতক্ষীরা জেলা অনুর্ধ্ব ১৮ ক্রিকেট দলের মধ্যে সোমবার সকাল ১০টায় ৪০ ওভারের একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

খেলায় টসে জিতে কলারোয়া ক্রিকেট একাডেমীর অধিনায়ক রিমু জেলা অনুর্ধ্ব ১৮ ক্রিকেট দলকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায়। ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যায়ের শিকার হয়ে ১৬.২ ওভারে সব ক’টি উইকেট হারিয়ে মাত্র ৬৮ রান করে। দলের পক্ষে আরিফ সর্বোচ্চ ১৪ রান করেন। জবাবে ৬৯ রানের টার্গেটে খেলতে নেমে কলারোয়া ক্রিকেট একাডেমী ১৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায়। ফলে ৬ উইকেটে জয় লাভ করে কলারোয়া ক্রিকেট একাডেমী। দলের পক্ষে রিমু সর্বোচ্চ ৩৫ রান করেন।

খেলাটি উদ্বোধন ও উপভোগ করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, কলারোয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ অধ্যাপক কে,এম আনিছুর রহমান, মাহাবুব হাসান (ছোট বিপ্লব), বিসিবি কোচ মোফাচ্ছের ইসলাম তপু, আলতাফ হোসেন, রেজাউল করিম লাভলু, রেফারি মিয়া ফারুক হোসেন স্বপন, মাসুদ পারভেজ মিলন, রমজান আহম্মেদ, আমানুল্লাহ, সায়েদ আলি প্রমূখ।

ম্যাচটি পরিচালনা করেন নাজমুল হাসনাইন মিলন, সাজু ও হাওলাদার। স্কোরার হিসেবে ছিলেন মাহি এবং ধারাভাষ্যে প্রভাষক রফিকুল ইসলাম, হাসান জাকারিয়া ও মাস্টার শেখ শাহাজাহান আলি শাহিন।



মন্তব্য চালু নেই