কলারোয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি

সাতক্ষীরার কলারোয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দিয়েছে অজ্ঞাতনামা এক ব্যক্তি। এ ঘটনায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি নথিভূক্ত করিয়েছেন।

সাধারণ ডায়েরিতে (নং-৫০৯, তাং-১৫/১০/১৫) উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন উল্লেখ করেছেন, গত ১৪ অক্টোবর রাত ৯ টার দিকে তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনে (০১৯১৮-৩৩৮৩৬৩) অজ্ঞাতনামা এক ব্যক্তির মোবাইল ফোন (০১৭২৬-০৩১১৫৪) থেকে কল আসে। কল রিসিভ করার পর ওই ব্যক্তি অশ্লীল ভাষায় গালিগালাজ করে ও তাঁকে প্রাণনাশের হুমকি দেয়।

ডায়েরিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, সাতক্ষীরা’র নির্দেশে উপজেলা সমাজসেবা কর্মকর্তা একটি মামলার (সিআরপি-১৬৯/১৫) তদন্ত করে তদন্ত প্রতিবেদন গত ১০ অক্টোবর বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তার ধারণা, তদন্ত প্রতিবেদনটি আসামিপক্ষের বিপক্ষে যাওয়ায় এ হুমকি ও ভয়-ভীতি প্রদর্শন করা হচ্ছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন সোমবার সাংবাদিকদের কাছে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



মন্তব্য চালু নেই