জেমস বন্ডের ভিলেন হতে চান হকিং

বিখ্যাত ব্রিটিশ পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং জেমস বন্ড সিরিজের একটি সিনেমায় ভিলেন (খলনায়ক) হিসেবে অভিনয় করতে চান। তার বিশ্বাস, হলিউডের থ্রিলার ও অ্যাকশনধর্মী এই সিরিজের সিনেমায় ভিলেন হিসেবে অভিনয় করার মতো কণ্ঠস্বর তার আছে।
সম্প্রতি ইউয়ার্ড ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে এমনই ইচ্ছা প্রকাশ করেন এই তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী।

২১ বছর বয়সে মোটর নিউরনে আক্রান্ত বিশ্বখ্যাত এই বিজ্ঞানী বর্তমানে পুরোপুরি পক্ষাঘাতগ্রস্থ। ৭২ বছরের হকিং কথা বলেন কম্পিউটারের সাহায্যে। আর এটি পরিচালিত হয় তার গলার স্পন্দনের মাধ্যমে।

বিখ্যাত ব্রিটিশ পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংসম্প্রতি হকিংয়ের জীবন কাহিনী অবলম্বনে দ্য থিওরি অব এভরিথিং নামে একটি সিনেমা নির্মিত হয়েছে। এতে হকিংয়ের চরিত্রে অভিনয় করেছেন ব্রিটিশ অভিনেতা এডি রেডমাইন। আগামী পহেলা জানুয়ারি এটি বিশ্বব্যাপি মুক্তি পেতে যাচ্ছে। তার আগে এটি হকিংকে দেখানো হয়। এডির অভিনয়ে পঞ্চমুখ হকিং এরপরই বন্ড সিরিজে ভিলেন চরিত্রে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘জেমস বন্ডের সিনেমার ভিলেন হিসেবে আমার চরিত্রটি আদর্শ হবে। আমার মনে হয় এর জন্য হুইলচেয়ার আর এই কম্পিউটার কণ্ঠস্বর এ চরিত্রের সঙ্গে মানিয়ে যাবে।’



মন্তব্য চালু নেই