জেনে নিন, উড়োজাহাজে হারানো লাগেজ যায় কোথায়?
আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং লাগেজ হিসেবে গৃহিত এবং ডেস্টিনেশন বিমানবন্দর যদি ঢাকা হয় এবং তা যদি পথিমধ্যে হারিয়ে যায় অথবা যাত্রী আসার পর লাগেজ আসে তাহলে তা দেখভাল এবং জমা নেবে বাংলাদেশ বিমানের লস্ট এন্ড ফাউন্ড শাখা।
প্রতিবছর হাজার হাজার লাগেজ বাংলাদেশ বিমানের লস্ট এন্ড ফাউন্ডে অফেরতযোগ্য ঘোষিত হয়ে পড়ে থাকে।আর এই পড়ে থাকার দৃশ্য এটা। এগুলো তিন মাস পর্যন্ত এভাবে থাকার পর কাস্টম কর্তৃপক্ষ এগুলো নিলামে দিয়ে দেয় এবং সেই টাকা সরকারি কোষাগারে জমা করে।
তবে যদি বিমানবন্দরে যাত্রী লাগেজ নিজ দায়িত্বে থাকা অবস্থায় হারান তাহলে তা ফেরত দিতে লস্ট এন্ড ফাউন্ড বাধ্য নয়। ইদানিং এই ধরনের লাগেজ বেশীরভাগ ক্ষেত্রেই মুল মালিক কে ফেরত দিচ্ছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। তাই এভাবে হারালে আর্মড পুলিশের সাথে যোগাযোগের পরামর্শ দেয়া হল।
মন্তব্য চালু নেই