জেগে উঠেছে ৪শ বছরের পুরানো গির্জা

মেক্সিকোর দক্ষিণে পানির নিচ থেকে জেগে উঠেছে ষোড়শ শতকে নির্মিত এক গির্জা। তবে এই প্রথম নয়, খরার কারণে দ্বিতীয়বারের মতো দেশটির দক্ষিণাঞ্চলের সাইপাস প্রদেশে জেগে উঠছে চারশ’ বছরের পুরনো এই গির্জা।
2_87429_1
দেশটিতে খরার কারণে গিজালবা নদীর পানি কমপক্ষে ৮০ ফুট পর্যন্ত নেমে গেছে। এ কারণেই জেগে উঠেছে চারশ’ বছরের পুরনো ছাদহীন গির্জাটি। এই গির্জার দেওয়ালের পুরুত্ব ১০ মিটার, লম্বায় ৬১ মিটার এবং ১৪ মিটার চওড়া হল ঘর রয়েছে।
এর আগে ২০০২ সালে খরার কারণে প্রথমবারের মতো জেগে উঠেছিল গির্জাটি। সেই সময়ে পানির উচ্চতা এতো কমে গিয়েছিল যে দর্শনার্থীরা গির্জার ভেতরে ঘুরে দেখতে পেরেছিল।
3_87429_2
বর্তমানে মৎস শিকারিরা তাদের নৌযান নিয়ে গির্জাটির আশেপাশে ঘুরে দেখে আসছে। সেই সঙ্গে ভিড় জমিয়েছে উৎসুক দর্শনার্থী।

১৯৬৬ সালে পাশ্ববর্তী এক বাঁধ নির্মাণের কারণে পুরো এলাকা পানিতে ডুবে যায়। সেই থেকেই এটি পানির নিচে চলে যায়।

স্থাপত্যবিদ কার্লোস নাভেরিত বলেন, ‘১৭৭৩ থেকে ১৭৭৬ সালে যখন প্লেগ রোগ মহামারী আকারে দেখা দিয়েছিল, সেই সময় থেকে এই গির্জাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।’ ষোড়শ শতকে নির্মিত এই গির্জাটি স্প্যানিস উপনিবেশের গুরুত্বপূর্ণ স্থাপত্য।



মন্তব্য চালু নেই