জুরাইনে আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ

রাজধানীর জুরাইন এলাকায় গ্যাসের লাইন বিস্ফোরণের ঘটনায় আগুনে পুড়ে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

রবিবার দিবাগত রাত সোয়া দুইটায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- খোরশেদ আলম বাবু (৪৫), তার স্ত্রী জোহরা বেগম (৩৫) ও তাদের ছেলে রিফাত (৬)। তাদেরকে দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দগ্ধ খোরশেদ আলম বাবুর প্রতিবেশী মো. রেজাউল করিম জানান, রবিবার রাত সোয়া দুইটার দিকে হঠাৎ বিকট শব্দে তাদের ঘরের পাশে গ্যাসের লাইন বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে তারা তিনজনই দগ্ধ হন। পরে তিনি তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

রেজাউল করিম আরো বলেন, ওই গ্যাস লাইনের পাইপটি আগে থেকেই লিকেজ ছিল।

দগ্ধ খোরশেদ আলম বাবু তার পরিবারের সঙ্গে রাজধানীর কদমতলী থানার জুরাইন দারোগার বাড়ি মাজারের পাশে বসবাস করেন। তিনি একজন রিক্সা চালক। তার বাড়ি নওগাঁ জেলার পত্মীতলা এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



মন্তব্য চালু নেই