জুনে ইরাকে নিহত ১ হাজারেরও বেশি
জুন মাসে ইরাকজুড়ে সহিংসতায় কমপক্ষে ১ হাজার ৭৫ জনের প্রাণহানি হয়েছে বলে জাতিসংঘের একটি মানবাধিকার গ্রুপ। ওই গ্রুপটির সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, নিনেভেহ, দিয়ালা ও সালাহুদ্দিন প্রদেশে ৫ জুন থেকে ২২ জুন পর্যন্ত ৭৫৭ জন সাধারণ মানুষ নিহত হয়েছে। একই সময়ে দেশটির রাজধানী বাগদাদসহ দক্ষিণ অংশে ৩১৮ জন মানুষ প্রাণ হারিয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়, জুন মাসের শুরুর দিকে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লেভান্ত (আইএসআইএল) নামের সুন্নি সশস্ত্র সংগঠন দেশটির উত্তরাঞ্চলীয় দুটি শহর দখল করে নেয়ার পর থেকে সংঘর্ষে নিহতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আইএসআইএলের সঙ্গে সংঘর্ষ ছাড়াও সেনাবাহিনী ও পুলিশের হাতেও সাধারণ মানুষ নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
ইরাকে জাতিসংঘের মুখপাত্র রুপার্ট কোলভিল জানান, নিহতদের তালিকায় সাধারণ মানুষের পাশাপাশি আইএসআইএলের বিরুদ্ধে যুদ্ধ করতে অস্বীকৃতি জানানো সেনা ও পুলিশ সদস্যও রয়েছে। এদেরকে বিচার বহির্ভূতভাবে অথবা নাম মাত্র বিচার করে হত্যা করা হয়েছে।
মন্তব্য চালু নেই