জিম্মিদের ৪ জন জাপানি
রাজধানীর গুলশানের রেস্টুরেন্টে জিম্মিদের মধে চারজন জাপানি নাগরিক রয়েছেন বলে জানিয়েছেন তাদের গাড়িচালক আব্দুর রাজ্জাক। গোলগুলিতে আহত হয়ে তিনি ঢাকা মেডিকেলে ভর্তি আছেন।
আব্দুর রাজ্জাক জানান, তিনি একটি জাপানি কোম্পানিতে চাকরী করেন। রাত ৭ টায় সেই কোম্পানির চারজন জাপানিকে নিয়ে গুলশানের রেস্টুরেন্টে আসেন। ঘটনার পর সেই চার জাপানি ভেতরেই আছেন বলে তিনি আশঙ্কা করছেন।
এদিকে, স্পেনিশ রেস্টুরেন্টটির সুপারভাইজার মাসুম রেজা জানান, ভেতরে গোলাগুলির পর ২০ বিদেশি এখনও জিম্মি আছেন।
তিনি সাংবাদিকদের জানান, রাতে কমপক্ষে ৯ জন রেস্টুরেন্টটিতে ঢোকে। তাদের বয়স ২৫-৩০ বছর। এ সময় রেস্টুরেন্টিতে মোট ৩০ জন ছিল, যার ২০ জনই বিদেশি। অপর ১০ জন স্পেনিশ রেস্টুরেন্টটির স্টাফ। স্টাফদের মধে আবার ২ জন বিদেশি।
গুলশানের ৭৯ নম্বর রোডের একটি হোটেলের শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
গোলাগুলিতে ডিবির এসি ও বনানী থানার ওসি নিহত হয়েছেন।
মন্তব্য চালু নেই