জিম্মিকে রক্ষা করতে শ্বাসরুদ্ধকর অভিযান! (ভিডিও)

সন্ত্রাসবাদ সবসময় আতংকের সৃষ্টি করে। এটি যেমন ভয়াবহ তেমনি আবার ধ্বংসের সৃষ্টি করে। মূলত জ্ঞানের অভাবে ও প্রতিহিংসায় মানুষ বিভিন্ন সময় খারাপ কাজে লিপ্ত হয়।

ফিলিপাইনে ১১ বছরের এক তরুণীকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল এক তরুণ। হাতে ধারালো ছুরি নিয়ে কিশোরীর পেটে চেপে ধরে সাধারণ মানুষ ও পুলিশের সামনে থেকে পালিয়ে যেতে চাইছিল তারা। কিন্তু পুলিশ অত্যন্ত সাহসিকতার সাথে সেই কিশোরীকে রক্ষা করে।

ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন, কিশোরীটির একদিকে অপহরণকারী ছুরি দিয়ে ধরে রেখেছে, অপরদিকে পুলিশও তার দিকে পিস্তল তাক করে রেখেছে। সেই অবস্থায় তাকে বাঁচানোর জন্য সাধারণ জনগণের মাঝে একজন অপহরণকারীকে টাকা দিতে চেয়েছে। আরেকজন বলেছে, সেই মেয়ের পরিবর্তে তাকে জিম্মায় নিতে। তবে অনেক কাহিনীর পর নাটকীয়ভাবে পুলিশ সেই মেয়েটিকে রক্ষা করে।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন



মন্তব্য চালু নেই