জার্মানিতে সিনেমা হলে গুলি, বহু হতাহত

জার্মানির একটি সিনেমা হলে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। দেশটির পশ্চিমাঞ্চলের ফ্রাঙ্কফুট শহরের কাছে ভেরহেমের কিনোপোলিস সিনেমা হলে এ হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা) এই ঘটনা ঘটে।

হামলায় অন্তত ৫০ জন হতাহত হয়েছে বলে জানিয়েছে জার্মানির কয়েকটি সংবাদমাধ্যম। ঘটনার সময় ওই সিনেমা হলটিতে অন্তত দুই হাজার দর্শক ছিল।

সিএনএন জানিয়েছে, মুখোশ পরা এক বন্দুকধারী সিনেমা হলে ঢুকে অতর্কিত গুলি চালায়। এতে সিনেমা দেখতে আসা ২০ জন দর্শক আহত হন। বন্দুকধারী এখনো সিনেমা হলের ভেতরে রয়েছে। পুরো সিনেমা হল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। পুরো এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে।

রয়টার্সের খবর অনুযায়ী, হামলাকারীর সংখ্যা এখনো পুলিশের কাছে পরিষ্কার নয়। তবে ভেরহেমের এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, এক বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে পুলিশ। তবে ওই পুলিশ কর্মকর্তা জানান, বন্দুকধারী একজন নাকি একাধিক এবং বন্দুকধারী ভেতরে কাউকে জিম্মি করে রেখেছে কি না- তা স্পষ্ট নয়।



মন্তব্য চালু নেই