জামায়াতের ডাকা হরতালের কোন প্রভাব পড়েনি সাভারে, ৫ নেতাকর্মী আটক

টিপু সুলতান (রবিন), সাভার প্রতিনিধি : মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর করার প্রতিবাদে দলটির নেতাকর্মীদের ডাকা হরতালের কোন প্রভাব পড়েনি সাভারও আশুলিয়ায়।

তবে নাশকতার আশঙ্কায় গতরাতে আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে জামায়াতের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

bandicam 2016-05-12 10-25-42-848

বৃহস্পতিবার সকাল থেকেই আশুলিয়ার নবীনগর-চন্দ্রা ও আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়ক দিয়ে দূর পাল্লার যানবাহন, মালামাল বোঝাই গাড়ীও স্থানীয় গণপরিবহন চলাচল ছিল স্বাভাবিক দিনের ন্যায়।

এছাড়া শিল্পাঞ্চলের সকল পোশাক কারাখানা চালু রয়েছে। পাশাপাশি কারখানাগুলোতে শ্রমিকদের উপস্থিতি ও উৎপাদনও রয়েছে স্বাভাবিক।

bandicam 2016-05-12 10-26-38-576

এদিকে, হরতালের সমর্থনে সাভারও আশুলিয়ার কোথাও কোন মিছিল, মিটিং বা পিকেটিং না হলেও যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বূপূর্ণ স্থানগুলোতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।

এছাড়া নাশকতার আশঙ্কায় গতরাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে জামায়াতের ৫ নেতাকর্মীকে।শেষ খবর পওয়া পর্যন্ত জামায়ে নেতাকর্মীদের নাম পরিচয় পাওয়া যায়নি।



মন্তব্য চালু নেই