জাপানে ৭ মাত্রার ভূমিকম্প

জাপানের দক্ষিণ উপকূলের কিয়ুশুতে সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর ফলে কাগোশিমার দক্ষিণাংশে মৃদু সুনামির খবর পাওয়া গেছে। খবর শিনহুয়ার।

জাপান মেটিওরলজিক্যাল অ্যাজেন্সি (জেএমএ) জানিয়েছে, মাকুরাজাকি থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের কাগোশিমায় স্থানীয় সময় সকাল ৫টা ৫১ মিনিটে শক্তিশালী এ ভূকম্পন অনুভূত হয়। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভূকম্পনের এক ঘণ্টা পর নাকানোশিমা দ্বীপে ৩০ সেন্টিমিটারের হালকা সুনামি দেখা গিয়েছে। ভূমিকম্পের পর আগেই এলাকাটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।

দেশটির নিউক্লিয়ার রেগুলেশন অথরিটি বলেছে, কাগোশিমার সাশুমাসেনডাই আণবিক শক্তিকেন্দ্রে কোনো ধরনের অস্বাভাবিকতা চিহ্নিত হরা যায়নি।

ইউএস জেওিলজিক্যাল সার্ভে ভূমিকম্পের মাত্রা নির্ণয় করেছে রিখাটার স্কেলে ৬ দশমিক ৭।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।



মন্তব্য চালু নেই