জাপানে ৫তলা পার্কিং থেকে গাড়ি পড়ে নিহত ৩

জাপানে বহুতল পার্কিং গ্যারেজের পাঁচতলা থেকে পড়ে একটি স্পোর্ট ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) গাড়ির পাঁচ যাত্রীর মধ্যে তিনজন মারা গেছে।

শনিবার দুপুর ১টার দিকে জাপানের রাজধানী টোকিওর দক্ষিণাঞ্চলীয় ইউকোসুকা শহরে এ ঘটনা বলে স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, গ্যারেজটির পাঁচতলার লোহার তারের বেড়াটি কাটা ছিল। এর ফলে রুপালি রঙের গাড়িটি নিচে পড়ে যায়। গাড়িটি পড়ার শব্দ এতটা তীব্র ছিল যে একজন প্রত্যক্ষদর্শী একে বজ্রপাতের শব্দের সঙ্গে তুলনা করেছেন।

বেসরকারি নিপ্পন টিভি জানিয়েছে, নিহতের মধ্যে একজন ৫০ বছর বয়সী পুরুষ, একজন ৪০ বছর নারী এবং আরেকজন ৭০ বছর বয়সী বৃদ্ধা ছিলেন। এছাড়া ২০ বছর বয়সী একজন তরুণ এবং ১১ বছর বয়সী একটি শিশু গুরুতর আহত হয়েছে।

এ ঘটনায় স্থানীয় পুলিশ ও উদ্ধারকর্মীদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।



মন্তব্য চালু নেই