জাপানে বিপদসংকুল সমুদ্র পথ পাড়ি দিয়ে রেকর্ড গড়তে যাচ্ছেন ৭৩ বছরের বৃদ্ধ

জাপানে বুধবার সুগারু স্ট্রেইট পাড়ি দিয়ে রেকর্ড গড়তে যাচ্ছেন দেশটির ৭৩ বছর বয়সী এক ব্যক্তি। তিনি উত্তাল সমুদ্রের শক্তিশালী ঢেউ ও জেলিফিশ উপেক্ষা করে এই পথ পাড়ি দিবেন। তিনি সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে বিপদসংকুল সমুদ্র পথটি পাড়ি দিচ্ছেন।

সমুদ্রপথটি পাড়ি দিয়ে রেকর্ড গড়তে যাওয়া ব্যক্তির নাম তোশিও তোমিনাগা। তিনি জাপানের উত্তরাঞ্চলীয় চ্যানেলটি (সমুদ্রপথ) পাড়ি দেয়ার জন্য বেশ কয়েকঘন্টা একটানা সাঁতার কাটছেন।

তার সমর্থকরা জানান, শক্তিশালী ও অস্বাভাবিক উত্তাল ঢেউয়ের কারণে এই চ্যানেলটিকে বিশ্বের সবচেয়ে কঠিন সমুদ্রপথ হিসেবে বিবেচনা করা হয়।

তোমিনাগার সমর্থক দলের সদস্য মাসায়ুকি মোরিয়া বলেন, চ্যানেলটির সবচেয়ে সরু অংশ মাত্র ১৯.৫ কিলোমিটার (১২মাইল) চওড়া।

তিনি বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ২৮ মিনিটে সাঁতার শুরু করেন বলে ফেসবুকে তার সমর্থকরা জানান।



মন্তব্য চালু নেই