জাপানে আকস্মিক অগ্ন্যুৎপাতে ৩০ পবর্তারোহীর মৃত্যু

জাপানে মাউন্ট অনটেক আগ্নেয়গিরিতে শনিবারের আকস্মিক অগ্ন্যুৎপাতের পর ৩০ জন পর্বতারোহীর মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার তাদেরকে অনটেকের চূড়ার কাছে নিষ্প্রাণ অবস্থায় পাওয়া গেছে।

জাপানের গণমাধ্যমগুলো জানিয়েছে, ওই ৩০ পর্বতারোহীর শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গেছে এবং তাদের হৃদপিণ্ড থেমে গেছে। জাপানে সাধারণত মেডিক্যাল পরীক্ষার পরই কারো মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
মাউন্ট অনটেক শনিবারের আকস্মিক অগ্ন্যুৎপাতের সময় বিপুল ছাই ও পাথর নির্গত হয়।

এ সময় কমপক্ষে আড়াইশ’ পর্বতারোহী আটকা পড়ে। পরবর্তী সময়ে অধিকাংশ পর্বতারোহী নিরাপদে নেমে যেতে সমর্থ হলেও ৫০ জন আটকা পড়ে। এর মধ্যে রোববার ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেল। বাকিরা এখনো নিখোঁজ রয়েছে।

তথ্যসূত্র : বিবিসি



মন্তব্য চালু নেই