জাপানের দিকে ধেয়ে আসছে সুদেলর

উত্তরাঞ্চলীয় মারিয়ানা দ্বীপে আঘাত হানার গর এবার জাপানের দিকে ধেয়ে আসছে বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন ’সুদেলর’। ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে তাইওয়ান এবং চীন।
প্রশান্ত মহাসাগরে উৎপন্ন এই ঘূর্ণিঝড়টি ঘন্টায় ১০৫ মাইল বেগে ছুটে যাচ্ছে। রবিবার ঘূর্র্ণিঝড়টি উত্তর মারিয়ানায় আঘাত হানে। কিন্তু এখনো হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
‘সুদেলার’ আক্রমণে বহু ঘরবাড়ি ল-ভ- হয়ে পড়েছে। প্রায় ৪০০ লোককে নিরাপদ অবস্থানে সরিয়ে নেয়া হয়েছে। ছোট ছোট দ্বীপগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
জাপানে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ঘন্টায় ২২০ মাইল থাকবে বলে ধারণা করা হচ্ছে। এরপরই কয়েকগুণ নিস্তেজ হয়ে যেতে পারে ঘূর্র্ণিঝড় ‘সুদেলর’।
এর আগে বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্র্ণিঝড় ছিল ‘পাম’, যার প্রকোপে নিহত হয়েছে ১৫ জন।
































মন্তব্য চালু নেই