জানেন, ব্রিটেনের রাণীর হাতব্যাগে কি কি থাকে?

ব্রিটেনের রাণী এলিজাবেথকে কখনোই হাতব্যাগ ছাড়া দেখা যায় না। মানানসই হাতব্যাগ সব সময় তার বাম হাতের দখলে থাকে। ৯০তম জন্মদিনেও তার হাতে হাতব্যাগ দেখা গেছে।

অথচ নিজের গাড়িতেই যাতায়াত করেন তিনি। দিনভর তার প্রয়োজনীয় বিষয়ে দেখভাল’র জন্য আলাদা লোকও রয়েছে।

খাবার, পানির বোতল এ সবও ব্যাগে ভরে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না তার। তাহলে তিনি অহেতুক হাতব্যাগ বয়ে বেড়ান কেন? কি কারণে হাতব্যাগের প্রয়োজন হয় তার?

তবে রাণীর হাতব্যাগের রহস্য রয়েছে। কি সেই রহস্য তা জেনে নেয়া যাক। ২০১২ সালে রাজ পরিবারের বায়োগ্রাফার স্যালি বেদেল স্মিথের হাত ধরেই এ রহস্যের কিনারা হয়।

জানা যায়, রাণীর ব্যাগে থাকে তার পছন্দের ব্রান্ডের একটি লিপস্টিক। যেটি দিয়ে মাঝে মধ্যেই তিনি ঠোঁট রাঙান। থাকে একটি ছোট আয়না, চিরুনি, ৫ পাউন্ডের একটি নোট, একটি মোবাইল, চশমা, মিন্ট লজেন্স, ঝর্নাকলম আর একটি হুক।

নিজের চেয়ারে বসার পর টেবিলের নিচে এই হুকেই ব্যাগটি ঝুলিয়ে রাখেন তিনি।



মন্তব্য চালু নেই