জানেন প্রতিরক্ষা ব্যয়ে বিশ্বের কত নম্বরে ভারত?

বিশ্বে প্রতিরক্ষা ব্যয়ের খাতে চতুর্থ স্থান দখলে নিয়েছে ভারত। ১২৫ কোটি মানুষের এই দেশ সৌদি আরব এবং রাশিয়াকে টপকে এই অবস্থানে চলে এসেছে বলে জানিয়েছে প্রতিরক্ষা বিষয়ক একটি সংবাদমাধ্যম।

ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ২০১৬ সালের প্রতিরক্ষা বাজেট প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালে ভারত প্রতিরক্ষা খাতে ৪ হাজার ৬৬০ কোটি ডলার সমপরিমাণ অর্থ ব্যয় করলেও চলতি বছরে ব্যয় করেছে ৫০৬০ কোটি ডলার। প্রতিরক্ষা ব্যয়ের খাতে ৬২ হাজার ২০০ কোটি ডলার ব্যয় করে প্রথম অবস্থানে রয়েছে আমেরিকা।

অন্যদিকে প্রায় ১৯ হাজার ১৭৫ কোটি ডলার ব্যয় করে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। অন্যদিকে তৃতীয় অবস্থানে থাকা ব্রিটেন ব্যয় করেছে ৫ হাজার ৩০০ কোটি ডলার। ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ২০১৮ সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয়ের খাতে ব্রিটেনকে টপকে তৃতীয় অবস্থানে চলে আসবে ভারত।



মন্তব্য চালু নেই