জাতীয় স্মৃতিসৌধে জাপানি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে লাখো শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

শনিবার দুপুর একটা ৫৫ মিনিটে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছান। পরে শহীদ বেদীর সামনে গিয়ে লাখো শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বিউগলে বেজে উঠে করুণ সুর। তিন বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল তাকে প্রদান করে গার্ড অব অনার। পুষ্পস্তপক অর্পণ শেষে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে দুপুর সোয়া ২টায় জাতীয় স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।

জাপানি প্রধানমন্ত্রীর সঙ্গে এসময় গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের আগমন উপলক্ষে ঢাকা থেকে নবীনগরের জাতীয় স্মৃতিসৌধ এলাকা পর্যন্ত শনিবার সকাল থেকেই ঢাকা-আরিচা মহাসড়ক নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়।



মন্তব্য চালু নেই