‘ডোন্ট ক্রস কনস্টিটিউশন’ : বাদল

সাবেক পরিকল্পনামন্ত্রী একে খন্দকারকে উদ্দেশ করে জাসদের সংসদ সদস্য মাঈনুদ্দিন খান বাদল বলেছেন, ‘ডোন্ট ক্রস দ্যা কনস্টিটিউশন।’

বৃহস্পতিবার দশম সংসদের তৃতীয় অধিবেশনে ‘পয়েন্ট অব অর্ডারে’ একথা বলেন তিনি।

সম্প্রতি প্রকাশিত একে খন্দকারের লেখা একটি বইয়ে ‘৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু জয় পাকিস্তান বলেছেন’- এমন বক্তব্যের প্রতিবাদে এ আলোচনা হয়।

বাদল বলেন, ‘একজন সামরিক নেতা কী করেছেন, না করেছেন সে বিষয়ে গুরুত্ব দিতে চাই না। অতিরিক্ত বয়সে বাংলাদেশে এ সমস্যা হয়। আমি তাকে বলতেত চাই, ডোন্ট ক্রস কনস্টিটিউশন।’

তিনি আরও বলেন, ‘গত সরকারের পরিকল্পনামন্ত্রী ছিলেন একে খন্দকার। মন্ত্রীত্ব থাকাকালীন কোনো ফোরামে এ ব্যাপারে কোনো বক্তব্যই দেননি। তিনি এখন মন্ত্রী নেই, তাই এসব বলছেন। এ কথা বললে হয়তো বইয়ের কাটতি বাড়বে।’

বাদল বলেন, ‘বাংলাদেশে উপকার করলে গালি খেতে হয়। আমাদের সংবিধান আছে। মন্ত্রী থাকাকালীন তিনি তো এ শাসনতন্ত্র মেনেই চলেছেন। সেটাতে স্বাক্ষরও করেছেন। এখন এসব বলছেন। এসব লোকদের কী হবে। জাতির সামনে সে প্রশ্ন আনতে চাই।’

পয়েন্ট অব অর্ডারে আরও বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু প্রমুখ।



মন্তব্য চালু নেই